#গোধুলি_আভা
আমি আভা,,বেশ কয়েকবছর আগে দাদা বাড়িতে বেড়াতে যাই।পারিবারিক বিভিন্ন কারণে বাবা গ্রামের বাড়িতে থাকেন না।
গ্রামের নাম শীমরাইল।
দাদা মারা গেছেন অনেক আগে।
মাও তাকে দেখেন নি...দাদার কবরটা ছিলো একটা জাম্বুরা গাছের নিচে।
দাদা বাড়িতে আমাদের ২টা পুকুর আছে।
বাড়ির পিছনে আবার আরেকটা পুকুর।
সেটা পরিচিতি লাভ করে রানীমার পুকুর নামে।
দাদা বাড়িতে বেড়াতে গিয়ে গ্রামটা একটু ঘুরছিলাম কয়েকজন মিলে।আমরা ৪জন আমার কিছু আত্নিয় ছোট চাচা আর বড় চাচার মেয়ে....গ্রামে ছিলো মড়ল বাড়ি।
অনেকে হিন্দু বাড়িও বলে।
একজন খুব সুন্দর মহিলা সুমিষ্ট ভাষায় বলল বাড়িতে এসো। তুমি রহিম দাদার এর মেয়ে না?
জ্বী...আমার বাবা রহিম।বলতেই
একটা মুগ্ধ হাসি দিলো।
ঘুরতে ঘুরতে সন্ধা হয়ে গেলো।
তার পরেও মোড়ল বাড়ির গিন্নী বাড়িতে নিয়ে এলো।আহা সে কি বাহার বাড়ির।
চমৎকার সব ফুল গাছ।বাড়ির নকশা নজরকাড়া।
একটা যুবতি মেয়ে কিছু নাড়ু আর পানি দিয়ে গেলো।
বেশ আপ্যায়ন করলো।
এবার তবে আসি।আসার সময় সে যুবতি মেয়ে পূজা বলল।
ও দিদি।একটা পূজোর ফুল নিয়া যাও।সন্ধ্যা হলো যে।
আমি মনে মনে ভাবছি... ওমা ফুল দিয়ে কি করবো।
সে যাই হোক কৌতুহলি মন।বলেই ফেল্লাম।
ফুল কেন?
দিদি গেরামটা বেশি ভালা না।সন্ধ্যায় রাস্তা ঘাটে বিদপ হইবার পারে।
আমিও কি জানি মনে করে ২টা জবা ফুল আনলাম।
আমরা হাটছি ৪জন... রুমকি....হাফসা....আনিকা আর আমি
৪জনি সমবয়সী.... এ গ্রাম সেই ৩জন ভালো করেই চিনে।আসার সময় একটা ঘাট পরে।
শসানঘাট।এর পাশ দিয়ে যাচ্ছিলাম অনেকটা অন্ধকার। হঠাৎ ঘাটে কিছু একটা পরার আওয়াজ।
ও বাবা গো।বুকটা ধরাস করে উঠলো।
সে সময় মনে হচ্ছিলো বুক চিন চিন করছে ভয়ে...
তারপরেও ভয় পেয়েছি বুজতে দেওয়া যাবে না বাকিদের।
কিছুক্ষণ পর।প্রায় বাড়ির কাছে আসলাম.....বাড়ির সামনের পুকুরে ভাবলাম হাত মুখ ধুই...
বাকিরাও বলল ঠিক আছে।পুকুরে হাত দিয়ে কয়েকবার মুখে দিলাম..
যেই আরেকবার হাত দিলাম মনে হলো কে যেন হাতটা টেনে ধরলো। একটা চিৎকার দিলাম।পাশের ৩জন বলল কি হলে।বললাম তাদের বিষয়টা।তারা বলল আরে তোমার মনের ভুল আমরাও পানিতে হাত দিলাম কেউ তো হাত দেয় নি...হয়ত আমাদের কারো হাত লেগেছে একটু।
কেউ কথাটা আর গুরুত্বের সাথে নিলো না।বাসায় গেলাম।গ্রামের বাড়ি।মুড়ি মাখা আর আড্ডা চলছে সবার।
আমিও যোগ দিলাম সেখানে।রাতে খাবার খেয়ে রুমে গেলাম।সাথে আমার বড় চাচার মেয়ে।
পুকুরের পাশের রুমটায় আমি আর আমার বড় চাচার মেয়ে আনিকা।
আমি জানালা দিয়ে চাঁদ দেখছি।কিছু গাছের আড়াল দিয়ে।
হঠাৎ জানালার পাশে যা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না
চলবে?