অভিনন্দন আমার ওয়েবসাইট এ ভিজিট করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন অভিশপ্ত কবরস্থান ভূতের গল্প ।Bangla ghost story

অভিশপ্ত কবরস্থান ভূতের গল্প ।Bangla ghost story

 অভিশপ্ত কবরস্থান 

(সত্য ঘটনা অবলম্বনে)

.

.লেখক Md Mahabub Islam 



আজকে যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি আমাদের লিখে পাঠিয়েছেন মোহন আলী। আমরা তার মতো করে ঘটনাটি বলছি। 

ঘটনাটি আজ থেকে অনেক অনেক বছর আগের । তখন আমি jsc পরীক্ষাথী। আমাদের বাড়িটা ময়মনসিংহ  শহর থেকে ৩৭ কিলোমিটার পশ্চিমে সীমান্তবর্তী একটি গ্রামে। এই গ্রামের একদম পশ্চিম দিকে শশন দৃরগাপুর আর সাদামাটির পাহাড় রয়েছে। এরপর আর কোনো গ্রাম নেই , ভারতের সীমান্ত শুরু। পাশ দিয়ে কপোতাক্ষ নদী বয়ে গেছে। আমাদের গ্রামে অতি প্রাচীনকাল থেকেই একটি কবরস্থান আছে যেটা ২০ একর জায়গা জুড়ে বিস্তৃত। কবরস্থানের ঠিক মাঝখানে ৩ একর জায়গা জুড়ে রয়েছে একটি পুকুর। পুকুরটিতে সারা বছর কোনো পানি থাকে না তাই গ্রামের সবাই পুকুরটিকে কানা পুকুর বলে ডাকে। খুব ভুতুড়ে ছিল জায়গাটি। রাতের বেলা তো দূরে থাক দিনের বেলাতেও কেউ সেখানে ভয়ে যেত। কবরস্থানের পাশ দিয়ে বয়ে গেছে একটি সরু পথ যদিও সেই পথ দিয়ে মানুষজন তেমন একটা চলাচল করতো না। কারণ অনেকেই ওই পথ দিয়ে যাওয়ার পথে অনেক অস্বাভাবিক কিছু দেখতে পেতো। হয়তো কেউ দেখতো গলাকাটা একটা গরু আবার কেউ কেউ দেখতে পেতো গলাকাটা ঘোড়া। কখনো কখনো দেখা যেত পুকুরের মাঝখানে ঘোড়ার পাল দাঁড়িয়ে আছে! আমি এসবের কোনো কিছুই বিশ্বাস করতাম না। আমাদের বাড়িটি ছিল কবরস্থান এর ২০০ গজ দূরে । আমাদের বাড়ির পিছন দিকে কবরস্থান এর দিকে মুখ করে একটি বৈঠকখানা ছিল। আমি প্রতিদিন অনেক রাত পযন্ত লেখাপড়া করতাম ওই বৈঠকখানায় বসে। হটাৎ একদিন রাতে আমি আমার এক বন্ধুর বাসা থেকে ফিরছিলাম। রাত তখন প্রায় ১০ টা বাজে। কবরস্থান এর পাশে এসে আমি যা দেখলাম , যা দেখে আমি ইস্তব্ধ হয়ে গেলাম । একটি মাথাবিহীন ঘোড়ার পিঠে একজন মহিলা বসে আছে। আর ঘোড়াটি আস্তে আস্তে পুকুরের ঠিক মাঝখানে যাচ্ছে। আমি হাফসা চাঁদের আলোয় ইস্পষ্ট দেখতে পেলাম মহিলাটির সারা শরীর রক্ত দিয়ে মাখা ছিল। হটাৎ করেই কেমন যেন একটা হালকা বাতাস গায়ে এসে লাগলো। পরক্ষনেই দেখলাম ঘোড়া সহ মহিলাটি পুকুরের মাঝখান থেকে অদৃশ্য হয়ে গেল। এসব দেখে আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম । আমি তখন এক দৌড় দিয়ে বাড়ি চলে আসলাম। বলে রাখা ভালো আর বেশ কয়েকদিন আগে আমার দূর সম্পর্কের এক মামী বিষ খেয়ে আত্মহত্যা করেছিল আর তাকে ঠিক ওই পুকুরপারে কবর দিয়ে হয়েছিল। ওইদিন সারারাত আর ঘুম হলো না আমার। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আরো চমকে উঠি আমি। আমাদের গ্রামের এক লোক যার নাম ছিল ওমর ফারুক তার লাশ পাওয়া যায় ওই পুকুর এর ঠিক মাঝখানে। এর পর ১৫ দিনের মধ্যে এরকম আরো ৩ জনের লাশ পাওয়া যায় ওই পুকুরের ঠিক মাঝে। বাড়ি থেকে একদম বারণ ছিল সন্ধ্যার পরে যেন আমরা কেউ বাড়ির বাইরে না থাকি। আর বাড়ির সবাইকে আমাদের বাড়ির পিছনের ওই বৈঠকখানায় যেতে নিষেধ করা হলো। এতকিছু ঘটার পরও আমার কেমন যেন কিছুই বিশ্বাস হচ্ছিল না আর এজন্যই হয়তো আমার সাথে ঘটতে চলছে সেই ভয়ানক ঘটনাটা। সেদিন পড়তে পড়তে রাত তখন ১২ তা বাজে। পড়া শেষ করেই আমি ঘটনাগুলোর কথা মনে করেই বৈঠকখানায় দিকে এগুতে থাকি। বৈঠকখানায় সামনে যেয়ে আমার চোখ সোজা চলে গেল ঠিক সেই পুকুর মাঝ বরাবর আর সাথে সাথেই আমি চমকে উঠলাম , দেখলাম সেই মহিলা আর সেই মাথাকাটা ঘোড়া দাঁড়িয়ে আছে। কেন যেন মনে হচ্ছিল তারা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। চারিদিক তখন শুনশান নীরবতা। আমি কেমন যেন মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আমি তখন রীতিমতো ঘাবড়ে গেলাম কারণ আমি চাইলেও তখন কেন যেন আমার নিজ জায়গা থেকে নড়তে পারছিলাম না। এতক্ষনে সেই মহিলাটি আমার থেকে ১০ থেকে ১২ হাত দূরে , আমি পরিষ্কার দেখতে পেলাম এই মহিলাটি আর কেউ নয় আমার সেই দূরসম্পর্কের মামী। ঘরটির কোনো মাথা নেই , ঘাড় দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে! এবার মহিলাটি ঘোড়া থেকে নেমে আমার দিকে আস্তে আস্তে এগুতে থাকে , আমি গলা ছেড়ে চিৎকার করতে চাচ্ছিলাম কিন্তু আমার মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছিল না। মহিলাটি তখন আমার ঠিক সামনে এসে আমার গলা চেপে ধরলো তারপর আমার আর কিচ্ছু মনে নেই। এর প্রায় ৪৮ ঘন্টা পর আমার জ্ঞান ফিরে। সেদিন নাকি আমার চিৎকার শুনে বাবা বের হয়ে আমাকে বৈঠকখানায় সামনে অচেতন অবস্থায় দেখতে পায়। এর পর গ্রামের সবাই এ ধরণের ঘটনার বন্ধের জন্য উঠেপড়ে লাগে। শেষমেশ এক হুজুর আর সন্ধান পাওয়া যায়।  হুজুর সব ঘটনা শুনে কবর খুঁড়ে ওই মহিলাটির লাশ বের করতে বলেন। মহিলাটির কবর খুঁড়ে সবাই দেখতে পায় লাশটি পচে গলে একদম বীভৎস হয়ে আছে।  হুজুর লাশটিকে উল্টো করে আবার কবর দিতে বলেন। যথারীতি তাই করা হয়।  এর পর থেকে আমাদের গ্রামে আর এমন কোনো ঘটনা ঘটে নাই।  


সমাপ্ত

আমাদের এবারের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ।  আপনাদের অনুপ্রেরণা আমার নতুন নতুন গল্প লেখতে সহায়তা করে!  তাই অবশ্যই লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকুন।  লেখার ভিতর ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন।


# সপ্ন বন্দি কারাগার 🥀🥀

إرسال تعليق (0)
أحدث أقدم