গল্পটা সত্য ঘটনা,
জা আমার সাথে ঘটেছে,
তখন শীতকাল, আমি সকালে ঘুম থেকে উঠে। নাস্তা করে চলে গেলাম ইস্কুলে, ইস্কুল ছুটি হলে বাড়িতে চলে গেলাম, দুপুরের খাবার খেয়ে,একটু জিরিয়ে নিলাম।বিকাল ৬টাই প্রাইভেট এ গেলাম, আমি আর আমার চারজন বন্দু, ছুটি হতে প্রাই, পনে নয়টা বেজে গেলো,বাড়িতে আসতে প্রাই,এক ঘন্টা সময় লাগতো।আমরা শুধু চারজন মেয়ে, রাস্তার পাসে, কবর স্তান হঠাৎ মনে পরলো, আজ অমাবস্যার রাত। তাই এগতু জোরে জোরে হাঁটতে লাগলাম, যেতে যেতে, আদা ঘন্টা মতন হবে, কবর স্তান পাসে পোসলাম,চারদিকে ঘন অন্দকার, হঠাৎ আমার বন্ধু দেকতে পেলো,এক মেয়ের কান্নার শব্দ, সবাই দারালাম মাজ রাস্তায়,আমার বন্ধু রাতো সবাই ভয় পেয়ে আমার কাদে এসেছে, আমি ও শুনতে পেলাম সেই আওয়াজ।বাবা কে কল দিলাম, সব কথা খুলে বললাম,তখন বাবা আমাদের নিয়ে বাড়িতে নিয়ে, সব কথা বললো, অইকানে নাকি এক মেয়ে পাসি কেয়ে আত্নহত্যা করে,আমার তো শুনেই গায়ে লোম উঠে গেলো।
Bondura Next part pete..
Obossoi like coment korben
🙏🙏🙏