পাঁচটি ছোট গল্পঃ
১/ আমার বোন বললো, আম্মু নাকি ওকে মেরে ফেলেছে। আর আমার আম্মু বললো, আমার নাকি কোন বোনই নেই !
২/ প্রচন্ড ক্লান্ত। শরীরটা বিছানায় এলিয়ে দিতেই রাজ্যের ঘুম জেঁকে বসল। হঠাৎ কানের কাছে ফিসফিসিয়ে কে জানি বলে উঠল: টেবিলে খাবার বাড়া হয়েছে ! খেতে আসুন।
বুক ধক করে কেঁপে উঠল !
- ওই ফ্ল্যাটেতো আমি লাস্ট ২ বছর ধরে একা থাকি !
৩/ ভূতকে আপনি যেকোন জায়গায় খুঁজতে পারেন - আপনার ডানে, আপনার বামে, আপনার উপরে, আপনার ড্রেসিং টেবিলের পিছনে, আপনার বিছানার নিচে - সবজায়গায়।
শুধু আলমারীর পিছনে খুঁজতে যাবেন না। ধরা খেলে সে রেগে যাবে।
৪/ বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলাম। বাচ্চাটা ভীত কণ্ঠে বললো: মা, আমার বিছানার নিচে যেন কি !
বিছানার নিচে উঁকি দিতেই, আমার বাচ্চার মতো দেখতে আরেকটা বাচ্চা কান্না কণ্ঠে বলতে লাগলো: মা, আমার বিছানার উপরে জানি কি !!
৫/ বাসায় ঢুকলাম -
রুমমেট বলতে লাগলো :- দোস্ত, তোর দাদি ফোন করছিল, বললেন কয়েকদিন পর তোকে নিতে আসবে , তুই যেন প্রস্তুত থাকিস।
কথাটা শুনে - ভয় পেতে লাগলাম, গলাটা শুকিয়ে যাচ্ছিলো !
- আমার দাদীতো ১৫ বছর আগেই মারা গেছেন !!!!!
#Collected