অভিনন্দন আমার ওয়েবসাইট এ ভিজিট করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভৌতিক অনুগল্প | ভূতের গল্প Ghost story

ভৌতিক অনুগল্প | ভূতের গল্প Ghost story

ভৌতিক অনুগল্প



১।রাতে ঘরে শুয়ে আছি এমন সময় মা আমায় খেতে ডাকলো,,স্বপ্ন খেতে আয়,,ডাক শুনে আমি মনের ভুল ভেবে কোন জবাব দিলাম না তারপর আবারও ডাকলো,,স্বপ্ন খেতে আয়।এবার একটু অবাক হলাম কারন আজ এক সপ্তাহ ধরে মা বাসায় নেই।


২।রাতে ঘুমানোর সময় আমার কোলবালিশ টি জড়িয়ে ধরে শুয়ে পড়লাম।কিন্তু হঠাৎ মনে মনে এটি একটি আস্ত মানুষের শরীর।তারপর আমি কোলবালিশের দিকে তাকালাম দেখলাম যে মাথা থেকে মগজ বের হয়ে আসা একটি লাশ আমার দিকে তাকিয়ে হাসছে।

৩।মাঝ রাতে হঠাৎ করে বুকের ওপর চাপ অনুভব করলাম।চোখ খুলে দেখি দানব আকৃতির একটি লোমশ প্রাণী আমার বুক থেকে কলিজা বের করে চিবিয়ে খাচ্ছে।তখন ঘড়িতে সময় বাজে ২:৫০।এমন সময় আমার ঘুম ভেঙ্গে গেল।তখন আমার মুখোমুখি থাকা দেয়াল ঘড়িটায় তাকিয়ে দেখলাম সময় ২টা বেজে ৪৮ মিনিট।


৪।সদ্য এক্সিডেন্টে মারা যাওয়া বন্ধুটির লাশ দাফন করে মেসে আসতে বেশ রাত হয়ে গেলো।তারপর আমি আমার রুমে ঢুকতেই সেই বন্ধুটি বলে উঠলো এত দেরি করে ফিরলি যে?


৫।রাতের বেলা টয়লেট থেকে রুমে এসে দেখি আমার মতো একজন বিছানায় বসে আছি।সে আমার কেমন যেন রাগান্বিত চোখে তাকিয়ে আছে।


 ৬।সকালে অফিস যাওয়ার আগে ফ্রিজ খুলে দেখলাম কোন খাবার নাই।সন্ধ্যায় বাসা এসে দেখি ফ্রিজ ভর্তি খাবার।বাসায় আমি ছাড়া আর কেউ থাকে না তাহলে খাবার গুলো আসলো কোথায় থেকে?

إرسال تعليق (0)
أحدث أقدم