অভিনন্দন আমার ওয়েবসাইট এ ভিজিট করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন Digital love একটায় অনুভূতি

Digital love একটায় অনুভূতি


story..

Digital  love একটায় অনুভূতি 

এরোকম সবাই বলতো বাট আমি বিশ্বাস করতাম না 

আমি ভালোবাসা বলতে যানতাম মানে যেমন হয় হটাৎ রাস্তা তে যেতে যেতে ভিড়ে কোথাও কারো ওড়না 

,,, তোমার ঘড়ি তে আটকে গেল বা কেউ হয়তো  তোমার সাথে কথা বলার জন্য তোমার বাড়ির ছাদে তার ঘুড়ি টা নিজের ইচ্ছে তে ফেলে ,, কিন্তু না এসব তো এখন ডিজিটাল হয়েগেছে। মনে মনে ভাবলাম চলো একবার করে দেখা যাক এই শহরের ডিজিটাল ভালোবাসা। 

তো আমিও সবার মতো ফেসবুক এ আইডি বানালাম । 

 হটাৎ একদিন নিউজ ফিড  থেকে বোর হয়ে  ফ্রেড লিষ্ট এ দেখছিলাম হটাৎ একটা আইডি তে নজর পড়ে,প্রোফাইল এর বায়ো তে ,, লিখা ছিলো 

""" মনের শান্তি বাইরে কোথায় খুঁজে বেড়াস ভবঘুরে """

            যা তুই বাইরে খুঁজিস ,,,,, সে তো আছে তোর হৃদয় মাঝারে•  এমন মনে হল যেন এই দুই লাইন আমার মন জিতে নিয়েছে,,, তখন  আমি ডিপি না দেখেই কমেন্ট করেছিলাম,,, তারপর একদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে,, কানে হেডফোন,,, 90s এর গানে পুরো মগ্ন,,,, তখনই একটি হালকা নোটিফিকেশন এ হৃদয় দুলিয়ে দিল,,,, দেখলাম,, মিস, কুইন,,,, সেন্ট ইউ এ মেসেজ,,, মনের উপর হালকা একটু শিহরন খেলেগেল 

,,, তারপর আর কি,,  কখন যে হাই হেলো র মেসেজ লং মেসেজ এ কনভার্ট হলো বোঝায় গেল না 

কখন যে তার মেসেজ এ গুড মর্নিং আর তার মেসেজ এ গুড নাইট হতো বুঝতেই পারিনি। 

কি করে যে একটি অজানা ব্যক্তি নিজের খুব কাছের হয়ে পড়ে আর সেই তোমার ডায়েরি হয়ে পড়ে বোঝায় যায় না   যুক্তি টা নতুন হোক বা পুরোনো লং পোস্ট হোক কিংবা  বায়োর লিখন ভালোবাসার কোনো ভাষা হয় না  কোনো বিষয় হয়না  ভালোবাসা র কোনো সময় হয় না ভালোবাসার কোনো স্পাসিফিক উপায় হয় না ভালোবাসা তো শুধু ভালোবাসা ই হয়,,, 

কারে প্রথম দেখায় হয়ে যায় আর কারোর বা সারা জীবন চাইলেও পায় না,,,,,,,

,, তো তোমরা একবার নিজেও চেষ্টা করে দেখো তো,,, এমন ও তো হতে পারে যে যার জন্য তুমি অপেক্ষা করছো সে ও হয়তো তোমার জন্য একি ভাবে অপেক্ষা করছে।।।

إرسال تعليق (0)
أحدث أقدم